রামগড় পৌরসভায় নৌকার বৈঠা পেলেন রফিকুল আলম

আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ন, ০৭ অক্টোবর ২০২১ | আপডেট: ১:৪৩ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

রামগড় পৌরসভা নির্বাচনে নৌকার বৈঠা হাতে পেলেন রফিকুল আলম।

রামগড় পৌরসভা নির্বাচনে ২মনোনয়ন প্রত্যাশীকে হতাশ করে নৌকার বৈঠা পেয়েছেন পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল আলম কামাল। 

বৃহস্পতিবার (৭ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। 

সভায় সভাপতিত্ব করেন, আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, গত ২৯সেপ্টেম্বর খাগড়াছড়ির রামগড় পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী আগামী ২নভেম্বর ইভিএম'র মাধ্যমে জেলার রামগড় পৌরসভায় ভোটগ্রহণ করা হবে। প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলে শেষ তারিখ আগামী ৯অক্টোবর। মনোনয়রপত্র বাছাই ১১অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭অক্টোবর।