নাচোল উপজেলা উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মশিউর রহমান বাবু বিজয়ী

রাজশাহী ব্যুরো
রাজশাহী ব্যুরো রাজশাহী ব্যুরো
প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ন, ০৭ অক্টোবর ২০২১ | আপডেট: ৩:৩৭ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনে বেসরকারীভাবে মশিউর রহমান বাবু(চশমা প্রতীক) ১৪হাজার ৩শ’ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  প্রার্থী হারুন-অর-রশিদ(মাইক প্রতীক) ১০হাজার, ২শ’ ৩১ ভোট পেয়েছেন।  এছাড়া হেলাল উদ্দীন (তালা) ২হাজার ৪শ’৭৯, মোসাদ্দেক হোসেন (টিয়া পাখি) ১হাজার ৮শ’৪৩ ও আশরাফুল হক(টিউবওয়েল) ৩হাজার ৭শ’ ২০ ভোট পেয়েছেন। নিরুত্তাপ ভোটে ভোটারের উপস্থিততি রেকর্ড পরিমান কম লক্ষ্য করা গেছে। 

আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৫৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবু পদত্যাগ করে গত ২৮ ফেব্রæয়ারী নাচোল পৌর নির্বাচনে মেয়র পদে প্রতিদ্ব›িদ্বতা করেন। তাই তাঁর পদ শুণ্য ঘোষনা করে নির্বাচন কমিশন

উপজেলার ৫৫টি ভোটকেন্দ্রে ১লাখ ১৪ হাজার ৬শ’৬৮ ভোটারের গড় সর্বোচ্চ ১৮% ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করেন। উপ-নির্বাচনে ৫জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। সরেজমিনে দেখাগেছে, এবারের উপ-নির্বাচনে দুপুর ২টা পর্যন্ত মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয়ে গোপালপুর এলাকার মহিলাদের ২নং বুথে কোন ভোট পড়েনি। নাচোল পৌর এলাকার ৭নং ওয়ার্ডের একজন ভোটার তালিকায় নাম না থাকায় ভোট দিতে পারেন নি। ৫৫টি ভোটকেন্দ্রের মধ্যে মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডং অফিসার সাদিকুল ইসলাম জানান, এ কেন্দ্রে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত ৪০% ভোটার ভোট দিয়েছেন।  

উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ জানান, সারাদিন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসার-ভিডিপির সদস্যরা নিরাপত্তাকাজে নিয়েজিত ছিলেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে, উপজেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।