ধামইরহাটে ইউপি চেয়ারম্যান কামরুজ্জামানের উদ্যোগে সপ্তাহ ব্যাপী তালবীজ রোপন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ২:৪০ অপরাহ্ন, ০৯ অক্টোবর ২০২১ | আপডেট: ৫:২১ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে ১ নম্বর ধামইরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুজ্জামানের নিজ উদ্যোগে তাল বীজ রোপন কাজের উদ্বোধন করা হয়েছে। ৯ অক্টোবর সকাল থেকে পুরো ইউনিয়নের  আগামী ৭ দিন ব্যাপী ইউনিয়নের গুরুত্ব রাস্তার ফাকা জায়গায় ২ হাজার তাল বীর রোপন কাজের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান। হরিতকীডাঙ্গা হতে জগদল রাস্তায় তালবীজ রোপনকালে ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বলেন, প্রাকৃতিক দুর্যোগ পথ চারী ও অসহায়দের প্রাণ কেড়ে নেয়, বিশেষ করে বজ্রপাত থেকে রক্ষা পেতে এই উদ্যোগ গ্রহণ করেছি, আগামী ৭দিনে ইউনিয়নের সকল রাস্তার ফাকা জায়গায় ২ হাজার তালবীজ রোপন করা হবে।
এ সময় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রফিকুল আতিক কনক, ইউপি সদস্য রেহেনা পারভীন, সিনিয়র সাংবাদকি এম এ মালেক, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।