রামগড়ে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় পৌর মেয়র পদে বিজয়ী হতে যাচ্ছেন কামাল

আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ন, ১০ অক্টোবর ২০২১ | আপডেট: ১:০০ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে পৌর মেয়র পদে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় 

আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রফিকুল আলম কামাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হতে যাচ্ছেন। 

রোববার মনোয়নপত্র দাখিলের শেষ দিনে অপর দুই প্রার্থী বর্তমান মেয়র মোহাম্মদ শাহজাহান(রিপন) ও সাবেক ভাইস চেয়ারম্যান পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল কাদের মনোনয়ন জমা দেননি। মনোনয়ন পত্র সংগ্রহ করলেও শেষ দিনে জমা না দেয়ায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় মেয়র হওয়ার পথে বাঁধা থাকলোনা কামালের।

রবিবার(১০ অক্টোবর) বেলা ১২টার দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলা নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র দাখিল করেন একমাত্র মেয়র প্রার্থী মোঃ রফিকুল আলম কামাল।

মনোনয়ন পত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন, সাবেক এমপি একেএম আলীম উল্যাহ, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, রামগড় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফা হোসেন, রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব ত্রিপুরা, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী নুরুল আলমসহ জেলা উপজেলার বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।

উপজেলা সহকারী রির্টানিং অফিসার দেবাশিষ দাস জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। মনোনয়ন সংগ্রহ করা অন্য দুজন মনোনয়নপত্র দাখিল করেননি।

মনোনয়নপত্র দাখিল শেষে আওয়ামী লীগের প্রার্থী রফিকুল আলম কামাল বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে দেশের উন্নয়নের স্রোতধারায় রামগড়কে যুক্ত করার প্রত্যয়ে রামগড় পৌরসভাকে ডিজিটাল পৌরসভা হিসেবে গড়ে তোলার প্রয়াস চালানো হবে। 

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ ৯অক্টোবর ছিলো। পরবর্তীতে একদিন বাড়িয়ে তা ১০অক্টোবর করা হয়। 

মনোনয়নপত্র বাছাই ১১অক্টোবর, প্রার্থীতা প্রত‍্যাহারের শেষ তারিখ ১৭অক্টোবর এবং ভোট গ্রহন ২নভেম্বর। এ ধাপে দেশের ১০টি পৌরসভায় সবগুলোতেই ইলেকট্রনিক (ইভিএম )পদ্ধতিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।