মাটিরাঙ্গায় অবৈধ বালু উত্তোলনে ১ব্যক্তিকে ৫০হাজার টাকা অর্থ দন্ড

আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ন, ১০ অক্টোবর ২০২১ | আপডেট: ১২:০৫ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

খাগড়াছড়ির মাটিরাঙার বেলছড়ি ইউনিয়নে অবৈধভাবে বালু উওোলনের দায়ে আশরাফ উদ্দিনকে ভ্রাম্যমাণ আদালতে ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

রবিবার (১০ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার বেলছড়ি ইউনিয়নের উওর পাড়া এলাকায় অবৈধ বালুর ঘাটে উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: হেদায়েত উল্ল্যাহ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ অর্থ দন্ড দেয়া হয়।

বালু মহাল ও মাটি ব্যাবস্হাপনা আইন ২০১০এর ৪ধারা লঙ্ঘনের অভিযোগে ১৫(১)ধারায় আশরাফ উদ্দিনকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মাটিরাঙা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: হেদায়েত উল্ল্যাহ বলেন,

অনুমোদনহীন বালুর ঘাট ও অবৈধভাবে পাহাড় কাটার সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের এ কার্যক্রম অব্যাহত থাকবে।