রামগড় পৌর নির্বাচনে ৩৭প্রার্থীর মনোনয়ন দাখিল

আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ন, ১০ অক্টোবর ২০২১ | আপডেট: ১:০২ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় পৌরসভার চতুর্থতম নির্বাচনে অংশ নিতে মেয়র, সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩৭জন। 

পৌরসভায় মেয়র পদে একমাত্র আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রফিকুল আলম কামাল, ৯টি ওয়ার্ডে সংরক্ষিত আসনে নারী কাউন্সিলর পদে ৯জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৭জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রবিবার(১০ অক্টোবর) সহকারী রিটার্নিং কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস এসব তথ‌্য জানিয়েছেন।

মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী রফিকুল আলম কামালের মনোনয়ন পত্র বাছাইয়ে বৈধ হলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়ের পদে নির্বাচিত হতে পারেন।

উপজেলা সহকারী রির্টানিং অফিসার দেবাশিষ দাস জানান, মেয়র পদে ৩জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দেয়ার শেষ দিনে একজন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

প্রসঙ্গত, ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, রোববার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আগামীকাল সোমবার মনোনয়নপত্র বাছাই হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭অক্টোবর। এবারই প্রথম এ পৌরসভায় ইভিএমের মাধ্যমে ২নভেম্বর ভোট গ্রহণ করা হবে।