মাটিরাঙা ৭ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক বরাদ্দ চুড়ান্ত

আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২১ | আপডেট: ৯:৫৩ পূর্বাহ্ন, ১৮ মে ২০২৪

খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

মঙ্গলবার(১২ অক্টোবর) রাতে মাননীয় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের যৌথসভায় এসব প্রার্থী তালিকা চূড়ান্ত হয়।

দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

মাটিরাঙ্গা ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন পেয়েছেন,মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নে মো. পেয়ার আহাম্মদ মজুমদার, তবলছড়ি ইউনিয়নে নুর মোহাম্মদ, বড়নাল ইউনিয়নে মো. ইউনুস মিয়া, আমতলি ইউনিয়নে মো. আবদুল গনি, গোমতি ইউনিয়নে মো.তোফাজ্জল হোসেন, বেলছড়ি ইউনিয়নে মো. রহমত উল্লাহ ও মাটিরাঙ্গা সদর ইউনিয়নে হেমেন্দ্র ত্রিপুরা।

প্রসঙ্গত, দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন(ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ৭টি ইউনিয়নে আগামী ১১নভেম্বর ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ।

গত ২৯সেপ্টেম্বর বিকেলে নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবীর খোন্দকার এ তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭অক্টোবর। মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর।

এছাড়া বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১-২৩ অক্টোবর ও ২৪-২৫ অক্টোবর আপিল নিষ্পত্তির তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রার্থিতা প্রত্যাহার ২৬অক্টোবর এবং প্রতীক বরাদ্দ হবে ২৭অক্টোবর।