ধামইরহাটে রিকের উদ্যোগে দরিদ্র ও এতিমদের মাঝে খাবার বিতরণ

মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ন, ১৮ অক্টোবর ২০২১ | আপডেট: ৪:৫৬ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে বেসরকারী সংস্থা রিকের উদ্যোগে দরিদ্র ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। বিশেষ দিনে ব্যতিক্রমী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে উপজেলা প্রশাসন ও সুধী মহল।
১৮ অক্টোবর দুপুর ২ টায় রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) দিনাজপুর জোনের জয়পুরহাট এরিয়াধীন ধামইরহাট শাখায় শাখা ব্যবস্থাপক শাহ মশিউর রহমান তত্বাবধানে 'শেখ রাসেল দিবস' উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে উপজেলার বিভিন্ন এলাকার অসহায়, দুঃস্থ, দরিদ্র ও এতিম ৩০ জনের মাঝে উন্নত খাবার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা সহকারি সমাজসেবা অফিসার এ.টি.এম ফসিউল আলম, ধামইরহাট উপজেলা এনজিও সমন্বয়ক মোঃ মকবুল হোসেন, জগদল আদিবাসী স্কুল ও কলেজের সিনিয়র প্রভাষক আবুল বয়ান, প্রভাষক মোঃ মিজানুর রহমান, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, মাওলানা হাফেজ মোঃ নজরুল ইসলামসহ আরও অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ।