বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে প্রায় ৪কোটি টাকার আফিমসহ আটক-১

আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ন, ১৮ অক্টোবর ২০২১ | আপডেট: ২:০৪ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

বান্দরবান পার্বত্য জেলায় র‍্যাব-সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩.৮১কেজি আফিমসহ এক নারীকে আটক করা হয়েছে।

রবিবার(১৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রোয়াংছড়ি উপজেলার রামজাদী বিহার এলাকায় যৌথ অভিযানে একটি বাস হতে আটক করা হয়।

আটককৃত নারী য়ই চিংনু মারমা(৫৬) রোয়াংছড়ি উপজেলা খংক্ষ্যং পাড়া গ্রামের মৃত মং ওয়াই মারমার মেয়ে।

র‍্যাব ও সেনাবাহিনী সুত্রে জানা যায়, রোয়াংছড়ি হতে এক নারী আফিম নিয়ে বান্দরবানের উদ্দেশ্যে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মেজর মেহেদী হাসান(র‍্যাব-৭ ) সিপিসি ও সেনাবাহিনী ক্যপ্টেন শিহান মনির ২৬বীর এর নেতৃত্বে স্থানীয় একটি লোকাল বাসে তল্লাসি চালালে বাসে সিটের নিচে ৩.৮১কেজি আফিম মোবাইল ও নগদ অর্থসহ য়ই চিংনু মারমা(৫৬) কে আটক করা হয়। যার আনুমানিক বাজারে মুল্য ৩কোটি ৮১লাখ টাকা।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো,শহিদুল জানান, আটককৃত ব্যক্তিতে গতকাল রাতে থানায় হস্তান্তর করা হয়েছে। আইননুযায়ী তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। সকালে আসামীকে কোর্টে প্রেরণ করা হয়েছে।