ধামইরহাটে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে র‌্যালী ও মিলাদ মাহফিল

মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১:২৩ অপরাহ্ন, ২০ অক্টোবর ২০২১ | আপডেট: ২:৪৯ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

নওগাঁর ধামইরহাটে মহানবী হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জন্মদিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে। ২০ অক্টোবর সকাল ১০ টায় কাদেরীয়া মুখতারিয়া খানকা শরীফ থেকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে একটি র‌্যালী উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে কাদেরীয়া মুখতারিয়া খানকা শরীফে ফাতেহা শরীফ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে মো. ময়েজ উদ্দিন, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, খানকা শরীফের সদস্য ফজলে রাব্বী, এলাহী, ইমাম হোসেন, ইব্রাহীম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সবশেষে খানকা শরীফের পক্ষ থেকে উপস্থিত মুসল্লিবৃন্দকে তাবারক বিতরণ করা হয়। ধামইরহাট উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. ইউসুফ আলী জানান, আজ ১২ই রবিউল আলম (২০ অক্টোবর) বিশ্বনবী রাসুল সাল্লাল্লাহু আলাইসি ওয়া সাল্লামের জন্ম এবং ওফাত দিবস, তিনি আজকের এই তারিখে জন্মগ্রহণ ও মৃত্যুরণ করেছিলেন।