কুড়িগ্রামে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী'র বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও ত্রান বিতরণ

এ আর রাকিবুল হাসান,কুড়িগ্রাম প্রতিনিধি
এ আর রাকিবুল হাসান,কুড়িগ্রাম প্রতিনিধি এ আর রাকিবুল হাসান,কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ৭:০২ অপরাহ্ন, ২৩ অক্টোবর ২০২১ | আপডেট: ৬:২৪ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন রাজারহাট উপজেলার তিস্তা নদীর আকস্মিক বন্যা ও ভাঙনকবলিত গতিয়াশাম এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।শনিবার দুপুর ২ ঘটিকায় রাজারহাট উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভা শেষে ঘড়িয়াল ডাঙ্গা ইউপির গতিয়াশাম এলাকায় তিস্তা নদীর তীরে অবস্থিত নামাভরাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিদ্যানন্দ ইউপির কালীর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে নামাভরাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপস্থিত ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।

এসময়ে সঙ্গে ছিলেন রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি, ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম সাবু, রাজারহাটের ইউএনও নূরে তাসনীম, ওসি রাজু সরকার, পিআইও সজিবুল করিম, ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবীন্দ্রনাথ কর্মকার, বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাইজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক সুমন রায়।অন্যনোদের মধ্যে উপস্থিত ছিলেন,রংপুর বিভাগের ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা উপপরিচালক মোঃ মুজাহিদুল ইসলাম,কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ নজরুল ইসলাম, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের এসও মারজান, ব্যাংকার সাজু সরকার, নুরননী, মিলন প্রমুখ।