সুন্দরগঞ্জে অপহৃত স্কুলছাত্রী দিনাজপুরের বিরল থানা থেকে উদ্ধার : গ্রেফতার-১

আল কাদরি কিবরিয়া সবুজ, গাইবান্ধা প্রতিনিধি
আল কাদরি কিবরিয়া সবুজ, গাইবান্ধা প্রতিনিধি আল কাদরি কিবরিয়া সবুজ, গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ১০:১১ অপরাহ্ন, ২৩ অক্টোবর ২০২১ | আপডেট: ৬:৩৪ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে (১৪) উদ্ধার ও অপহরণকারী জাহেদুল ইসলামকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা ও দিনাজপুরের বিরল থানা পুলিশের যৌথ অভিযানে অপহৃত ওই স্কুলছাত্রীকে উদ্ধার অপহরণকারী যুবককে গ্রেফতার করা হয়। শনিবার (২৩ অক্টোবর) দুপুরে গ্রেফতারকৃত অপহরণকারী জাহেদুল ইসলামকে আদালতে পাঠানো হয়েছে। জাহেদুল উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা গ্রামের মৃত ওমর আলীর ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম জানান, গত ৭ অক্টোবর জরমনদী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ও তালুক বেলকা গ্রামের আতিকুল ইসলামের মেয়েকে অপহরণ করে। এ ঘটনায় আতিকুল ইসলাম সংশ্লিষ্ট আইনে থানায় একটি মামলা করেন। এ মামলার অপর আসামী জাহেদুল ইসলামের বড় ভাই আনোয়ারুল ইসলামকে (৩৫) ইতোপূর্বে গ্রেফতার করা হয়। ঘটনার পর থেকে জাহেদুল ইসলাম অপহৃত স্কুল ছাত্রীকে নিয়ে দিনাজপুরের বিরল থানার কাঞ্চন বাজারের ঝাড়ুপট্টি এলাকায় একটি ভাড়া বাসায় অবস্থান করছিল। গোপন তথ্যের ভিত্তিতে বিরল থানা পুলিশের সহযোগিতায় আসামীকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহিল জামান বিষটি নিশ্চিত করেছেন।