পুঠিয়ার সাংবাদিক তুহিনের পিতার মৃত্যু

রাজশাহী ব্যুরো
রাজশাহী ব্যুরো রাজশাহী ব্যুরো
প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ন, ২৬ অক্টোবর ২০২১ | আপডেট: ৫:৪৬ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

জাতীয় সাংবাদিক সংস্থা পুঠিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক লাল গোলাপ পত্রিকার পুঠিয়া প্রতিনিধি/দ্য পিপলস্  নিউজ২৪.কম এর রাজশাহী প্রতিনিধি মো. মাহফুজুর রহমান তুহিনের পিতা মো. মুনছুর রহমানের (৮০) মৃত্যু হয়েছ। মঙ্গলবার (২৬ অক্টোবর) ভোর রাত সাড়ে ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আইসিইউ তে চিকিৎসাধীন অবস্থায়  ইন্তেকাল করেন (ইন্না লিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পরে মঙ্গলবার বাদ জোহর 

মরহুমের জানাজার নামাজ আদায় শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার বাড়ি পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের খুটিপাড়া গ্রামে। এর আগে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে গত ২৫ দিন ধরে রামেক হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এর পর শারিরীক অবস্থার অবনতি হলে তাকে গত ১৮ দিন ধরে হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছিল। মৃত্যকালে তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। 

মৃত্যুতে পুঠিয়া উপজেলা প্রেস ক্লাব, সভাপতি বিজয় ঘোষ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী,  সাংবাদিক সমাজ, সভাপতি রেজাউল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক কেএম রেজা, জাতীয় সাংবাদিক সংস্থা পুঠিয়া উপজেলা শাখার সভাপতি মোঃ মেহেদী হাসান এবং জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে গভীর শোকপ্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় প্রেরিত এক শোক বার্তায় জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার পক্ষে সভাপতি রফিক আলম ও সাধারণ 

সম্পাদক এস.এইচ.এম. তরিকুল মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। #