পত্নীতলায় শিক্ষারমান উন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণ

মাসুদ রানা, পত্নীতলা ( নওগাঁ) প্রতিনিধি
মাসুদ রানা, পত্নীতলা ( নওগাঁ) প্রতিনিধি মাসুদ রানা, পত্নীতলা ( নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ন, ২৭ অক্টোবর ২০২১ | আপডেট: ৬:৩৪ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

নওগাঁর পত্নীতলায় শিক্ষার মান উন্নয়নে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ইংরেজি  বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

পত্নীলা উপজেলা পরিষদের আয়োজনে স্থানীয় সরকার বিভাগ ও বেসরকারি  সংস্থা  জাইকার সহযোগিতায় ইউএনও  মো. লিটন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাব এ প্রশিক্ষণের উদ্বোধন  করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল গাফ্ফার,|

 গত ২৪ শে অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত ৪ দিনব্যাপী এ প্রশিক্ষণের সমাপনী হয়েছে আজ। উপজেলার বিভিন্ন  স্কুল ও মাদ্রাসার ইংরেজি বিষয়ের  শিক্ষকদের নিয়ে  এ প্রশিক্ষণ হয়। 

 চার দিনব্যাপী প্রশিক্ষণে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো মুসহাক আলী, প্রশিক্ষক পোরশা  গাংগুরিয়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের  সহকারী শিক্ষক ইসমাইল হোসেন ও বদলগাছী লাবণ্যপ্রভা বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল হক এবং উপজেলার বিভিন্ন  স্কুল ও মাদ্রাসার ৬০ জন শিক্ষক প্রমূখ।