রাঙামাটিতে কলেজছাত্রীর রহস্যজনক আত্মহত্যা

আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ন, ২৯ অক্টোবর ২০২১ | আপডেট: ১০:৩৭ অপরাহ্ন, ২৯ অক্টোবর ২০২১

রাঙামাটি পার্বত্য জেলায় পূর্ণিমা চাকমা(১৯) নামে এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মতহত্যা করেছে। 

শুক্রবার(২৯ অক্টোবর) বিকেলে রাঙামাটি শহরস্থ রাজবাড়ি এলাকায় এক ভাড়া বাসায় এ  রহস্যজনক ঘটনাটি ঘটে। সে জুরাছড়ি উপজেলার ৪নম্বর দুমদুম্য ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের বগাহালি এলাকার সাধন চাকমার মেয়ে।

সে রাঙামাটি সরকারি মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলো। পূর্ণিমা চাকমার বাড়ি খুবই দুর্গম এলাকা। আগামীকাল পূর্ণিমা চাকমার বাবা-মা রাঙামাটিতে আসবেন।

পুলিশ সূত্রে জানা যায়, বেলা আড়াইটার দিকে প্রতিবেশিরা পূর্ণিমা চাকমাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাঙামাটি সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক(আরএমও) জানান, বর্তমানে কলেজছাত্রীর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

এদিকে পূর্ণিমা চাকমার কয়েকজন বান্ধবী বলেন, পূর্ণিমা চাকমা প্রায়ই বলতেন নতুন একটি বাসা পাল্টাবেন। তবে কি কারণে গলায় ফাঁস দিয়েছে তার সঠিক কারণ কেউ জানাতে পারে নি।

রাঙামাটি কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.কবির হোসেন আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিস্তারিত এখনও কোনকিছু জানা যায় নি। ধারনা করা হচ্ছে, কলেজছাত্রীর ব্যক্তিগত সমস্যার কারণে গলায় ফাঁস দিয়েছে। আগামীকাল  ময়নাতদন্ত করার পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।