ধামইরহাটে ৫০ তম সমবায় দিবস পালিত

মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ন, ০৭ নভেম্বর ২০২১ | আপডেট: ৬:২৪ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

নওগাঁর ধামইরহাটে উপজেলা সমবায় দপ্তর এর আয়োজনে ৫০ তম সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার বেলা ১১ টায় বিভিন্ন সমবায়ীদের অংশগ্রহণে একটি র‌্যালী উপজেলা পরিষদ প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউ এন ও গণপতি রায়। দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সফল উপজেলা চেয়ারম্যান মোঃ দেলদার হোসেন, সাধারণ সম্পাদক ইতিহাসবিদ, প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক শহিদুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা হারুনুর রশিদ, সহকারি সমবায় কর্মকর্তা মোস্তফা সরকার, সোনার বাংলা কৃষি সমবায় সমিতি লিঃ এর সভাপতি নুর ইসলাম, সম্পাদক আরিফুল ইসলাম সহ আরও সমবায়ী নেতৃবৃন্দ। বক্তাগণ সমবায় সমিতির সদস্যদের নিয়ে বিভিন্ন ট্রেড ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে উন্নয়নের ধারা গতিশীল করার বিষয়েও আলোচনা করেন।