খাগড়াছড়ির দীঘিনালায় ২চেয়ারম্যান প্রার্থীসহ ১৯জনের মনোনয়ন প্রত্যাহার

আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২১ | আপডেট: ১:০২ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

আসন্ন তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে খাগড়াছড়ির দীঘিনালার ৩ইউনিয়নে ২জন চেয়ারম্যান প্রার্থীসহ ১৯জন প্রার্থী উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে তাদের মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দিয়েছেন৷

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার(১১ নভেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বিকেল ৫টা পর্যন্ত মেরুং ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নৌকার বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান রহমান কবির রতন ও কবাখালী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান বিশ্ব কল্যান চাকমা রিটার্নিং অফিসারের নিকট উপস্থিত হয়ে তাদের নিজ নিজ মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দিয়েছেন। 

এছাড়াও ৩ইউনিয়নে ২জন সংরক্ষিত ওয়ার্ড সদস্য ও ১৫জন সাধারণ ওয়ার্ড সদস্য তাদের মনোনয়ন প্রত্যাহারের আবেদন জমা দেন।

উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শাহেনসা লতিফুল খায়ের বলেন, ৩ইউপিতে চেয়ারম্যান পদে ২জন, সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ২জন ও সাধারণ ওয়ার্ড সদস্য পদে ১৫জনসহ মোট ১৯জন প্রার্থী নিজেরা উপস্থিত হয়ে তাদের মনোনয়ন প্রত্যাহারের আবেদন জমা দিয়েছেন। 

আজ শুক্রবার(১২ নভেম্বর) প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে৷