খাগড়াছড়ির রামগড়ে মোবাইল চোর রোহিঙ্গা যুবক আটক

আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২১ | আপডেট: ১০:৩৬ পূর্বাহ্ন, ১৮ মে ২০২৪

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ের সোনাইপুল বাজারে মোবাইল চুরি করে পালানোর সময় ধাওয়া করে আবদুর রহিম(২৬) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করে পুলিশে দেয়া হয়েছে। এসময় তার সহযোগী রহিম উল্যাহ নামে একজন পালিয়ে গেছে।

শুক্রবার (১২ নভেম্বর) সকাল ১০টায় এ ঘটনা ঘটে।আটক রোহিঙ্গা যুবক উখিয়া কুতুপালং ৪নম্বর রোহিঙ্গা ক্যাম্পের নুর মোহাম্মদের ছেলে। 

মিজানুর রহমান বলেন, সোনাইপুল বাজারে সাপ্তাহিক বাজার করার সময় ওই রোহিঙ্গা যুবক তার একটি এন্ড্রয়েড মোবাইল চুরি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে ধাওয়া করে আটক করে।

রামগড় থানা উপ-পরিদর্শক মজিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে হস্তান্তর করা হবে।