রাজশাহীতে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হলো রেল দিবস

মোহাম্মদ আলী, রাজশাহী ব্যুরো
মোহাম্মদ আলী, রাজশাহী ব্যুরো মোহাম্মদ আলী, রাজশাহী ব্যুরো
প্রকাশিত: ২:৩১ অপরাহ্ন, ১৫ নভেম্বর ২০২১ | আপডেট: ৫:৪৬ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

রাজশাহীতে র‌্যালী ও আলোচনা সভায় পালিত হলো রেল দিবস। আজ সোমবার বেলা ১১ টায় পশ্চিমাঞ্চল রেলওয়ের আয়োজনে রাজশাহী রেলস্টেশনে চত্বরে আলোচনা সভা হয়। আলোচনায় অংশ নেন পশ্চিমাঞ্চলের অতিরিক্ত  মহাব্যবস্থাপক  অজয় কুমার পোদ্দার, চীফ অপারেটিং এন্ড সুপারিন্টেন্ডেন্ট শহিদুল ইসলামসহ বিভিন্ন পযার্য়ের কমকর্তা  ও কর্মচারীবৃন্দ। 

সভায় আলোচকরা বলেন,রেল সামাজিক বিবর্তন এবং অর্থনৈতিক অগ্রযাত্রায় অসামান্য অবদান রেখে চলেছে। 

এর আগে রাজশাহী রেলস্টেশন চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে শেষ হয়।

প্রসঙ্গত,১৮৬২ সালের ১৫ নভেম্বর প্রথম চুয়াডাঙ্গার দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত ৫৩ কিলোমিটার ব্রডগেজ রেলপথ চালু হয়। এরপর থেকে নানা ঘাত-প্রতিঘাত মাড়িয়ে বাংলাদেশ রেলওয়ে এগিয়ে চলেছে। বর্তমানে বাংলাদেশ রেলওয়েতে ৪৮টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন।