নানিয়ারচর চেঙ্গী সেতু দেখতে গিয়ে লাশ হয়ে ফিরলো যুবক

মোহাম্মদ আলী, রাজশাহী ব্যুরো
মোহাম্মদ আলী, রাজশাহী ব্যুরো মোহাম্মদ আলী, রাজশাহী ব্যুরো
প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২১ | আপডেট: ১:০০ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

রাঙামাটি পার্বত্য জেলার নানিয়ারচর উপজেলার চেঙ্গী সেতু দেখতে গিয়ে অটোরিকশা দুর্ঘটনায় চাইলাই মারমা(৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে পিন্টু দাশ(৩২) এবং উসাইমং মারমা(৩৩) নামের ২যুবক। 

মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকেলের দিকে উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ডাকবাংলো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।জানা যায়, মঙ্গলবার বিকেলে ৩যুবক রাঙামাটি শহর থেকে সিএনজি যোগে নানিয়ারচরের চেঙ্গী সেতু দেখতে যাওয়ার পথে বুড়িঘাটের ডাকবাংলো এলাকায় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এঘটনায় চাইলাই মারমা ঘটনাস্থলে মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রেরণ করেন। হতাহতরা সকলে রাঙামাটি শহরের ৫নং ওয়ার্ডের আসামবস্তী এলাকার স্থায়ী বাসিন্দা।

নানিয়ারচর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: দোলন দাশ বলেন, আহতদের সুচিকিৎসা প্রদান করা হচ্ছে।

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুজন হালদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটি ময়না তদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে।