পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ক্রস বীড বকনা গরু বিতরণ

মাসুদ রানা,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
মাসুদ রানা,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি মাসুদ রানা,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ৮:১১ অপরাহ্ন, ১৭ নভেম্বর ২০২১ | আপডেট: ৪:৪১ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভ্যাটেনারী হাসপাতালের  আয়োজনে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর  ক্ষুদ্র নৃগোষ্ঠীর  আর্থসামাজিক ও জীবন মানোন্নয়নে সমন্বিত উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মধ্যে উন্নত জাতের ক্রস ব্রীড বকনা গরু ও খাদ্য বিতরণ করা হয়েছে। 

বুধবার( ১৭ নভেম্বর)  দুপুরে  পত্নীতলা শেখ রাসেল মিনি স্টিডিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন সরকারের সভাপতিত্বে  ৮৭ জন সুফলভোগীদের মধ্যে বকনা গরু ও খাদ্য  বিতরণ করা হয়েছে ।   এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল আহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা,থানার ওসি শামসুল আলম শাহ্,  পত্নীতলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা ডা: মো: মনিরুজ্জামান, ভ্যাটেনারী সার্জন ডা: রফি ফয়সাল তালুকদার, সংশ্লিষ্ট ইউনিয়নের জনপ্রতিনিধি ও সুধিজন  প্রমুখ।