খাগড়াছড়ির গুইমারায় ত্রিমূখী সড়ক দূর্ঘটনায় আহত-২

আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ন, ১৯ নভেম্বর ২০২১ | আপডেট: ১:০২ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলার লুন্দক্যাপাড়া এলাকায় ট্রাক, সিএনজি ও মাইক্রোবাস ত্রিমূখী সংঘর্ষে র্দূঘটনা ঘটেছে।

শুক্রবার(১৯ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের লুন্দুক্যাপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আহত সিএনজি চালক মানিকছড়ির একসত্তা পাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে রিয়াজ হোসেন(৩৫) এবং তার ভাই রেজওয়ান হোসেন। 

জানা যায়, ঢাকা থেকে খাগড়াছড়িগামী একটি ট্রাক খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা মাইক্রোবাসকে ধাক্কা মারলে সিএনজিসহ রাস্তার বাম পাশে খাদে পড়ে যায়। এসময় সিএনজির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে সিএনজিটি পুড়ে যায়। ট্রাক চালক পালিয়ে গেলেও, সিএনজি চালকসহ দুইজন গুরুতর আহত হয়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, পুলিশ এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং সিএনজি চালকসহ আহত ২জনকে মাটিরাঙা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

গুইমারা থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মিজানুর রহমান জানান, সড়কে ত্রিমুখী সংঘর্ষে দূর্ঘটনাটি ঘটেছে। ফায়ার সার্ভিস ও পুলিশ সিএনজির আগুন নিয়ন্ত্রণে আনে।