গাইবান্ধা কারাগারে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দুই কারারক্ষীসহ আহত-৬

আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি
আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ন, ২১ নভেম্বর ২০২১ | আপডেট: ৫:৪৫ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

গাইবান্ধা জেলা কারাগারে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বন্দি দুই গ্রুপ আসামির মধ্যে সংঘর্ষ হয়েছে।

শনিবার (২০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় দুই কারারক্ষী ও চার আসামি আহত হয়েছেন। পরে ঘণ্টি (সাইরেন) বাজিয়ে কারারক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পর অভিযুক্ত তিন আসামিকে দিনাজপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে।আহত কারারক্ষীরা হলেন, খোকন (গোয়েন্দা) ও সহকারী কারারক্ষী একরামুল হক। আহত চার আসামির মধ্যে তিনজনকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিকে কারাগারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দিনাজপুর কারাগারে পাঠানো অভিযুক্ত তিন আসামি হলেন, শাদ মাহমুদ সৈকত, কাঞ্চন ও জহুরুল ওরফে (ওসি)। এদের মধ্যে জহুরুল ওরফে (ওসি) মাদক মামলার আসামি এবং সৈকত ও কাঞ্চন ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচ এম আশিকুর রকি হত্যা মামলার আসামি। 

সংঘর্ষের ঘটনার বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধার জেল সুপার মো. নজরুল ইসলাম গণমাধ্যকর্মীদের জানান, প্রভাব বিস্তারকে কেন্দ্র করে কারাগারে দুই গ্রুপ আসামির মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনার পর পরই কারারক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। প্রভাব বিস্তারের অভিযোগে আসামি সৈকত, কাঞ্চন ও জহুরুল ওরফে ওসিকে বিকালেই বদলি করে দিনাজপুর কারাগারে পাঠানো হয়। কারাগারে বিশৃঙ্খলা এড়াতে তাদের সেখানে পাঠানো হয়।