ধামইরহাটে বাল্য বিবাহ ও মাদক প্রতিরোধে মানবাধিকার কমিশনের আলোচনা সভা

মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ন, ২২ নভেম্বর ২০২১ | আপডেট: ৮:১৯ অপরাহ্ন, ২২ নভেম্বর ২০২১

নওগাঁর ধামইরহাটে বাল্য বিবাহ ও মাদক প্রতিরোধে মানবাধিকার কমিশনের জনসচেতনতামুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর সন্ধ্যায় চকময়রাম বাজার এলাকায় ধামইরহাট মানবাধিকার কমিশন (বিএইচআরসি)’র সভাপতি অধ্যাপক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জনসচেতনতামুলখ বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়।এ সময় অফিসার ইনচার্জ কে এম রাকিবুল হুদা, সাবেক অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, কাউন্সিলর আবদুল হাকিম, মানবাধিকার কমিশন, ধামইরহাট শাখার সাধারণ সম্পাদক কাউন্সিলর মেহেদী হাসান, কাউন্সিলর আমজাদ হোসেন, মহিলা কাউন্সিলর মিনুআরা, সিনিয়র সাংবাদিক ও সাবেক প্রেস ক্লাব সভাপতি এম এ মালেক, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।