গুইমারায় পাচারকালে সেনা অভিযানে ১৮লাখ টাকার অবৈধ ভারতীয় ওষুধ জব্দ

আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ন, ২৩ নভেম্বর ২০২১ | আপডেট: ১:৪৩ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন ৩ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোনের সেনা অভিযানে ১৮লাখ টাকার অবৈধ ভারতীয় ওষুধ উদ্ধার হয়েছে। 

রবিবার (২১ নভেম্বর) বিকেলে গুইমারা সেনা রিজিয়নের এমপি চেকপোস্টের সামনে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে এসব ভারতীয় ওষুধ জব্দ করা হয়।

সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধপথে নিয়ে আসা ভারতীয় ওষুধগুলো খাগড়াছড়ি থেকে ফেনীগামী একটি যাত্রীবাহী বাসে(ফেনী-জ-০৫-০০০৫) পাচারের জন্য আনা হয়।

জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. নিজাম উদ্দিনের নেতৃত্বে গুইমারা সেনা রিজিয়নের এমপি চেকপোস্টে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। 

সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে পাচারের সময় খাগড়াছড়ি থেকে ফেনীগামী একটি যাত্রীবাহী বাসে(ফেনী-জ-০৫-০০০৫) তল্লাশি চালিয়ে ৭কার্টুন ভারতীয় ওষুধ জব্দ করা হয়।তবে ওষুধ পাচারের সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি। সন্ধ্যায় জব্দকৃত ভারতীয় ওষুধ গুইমারা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মিজানুর রহমান জানান, ওষুধগুলো থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। জব্দকৃত ভারতীয় ওষুধের বাজারমূল্য ১৮লাখ টাকার বেশি বলেও তিনি জানান।