ধামইরহাটে আর্ন্তজাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস পালিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ন, ০৯ ডিসেম্বর ২০২১ | আপডেট: ৬:৩৪ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসন ও দূর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে। ‘আপনার অধিকার, আপনার দায়িত্ব: দূর্নীতিকে না বলুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯ টায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন শেষে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী, বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) সিব্বির আহমেদ, সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও উপজেলা আওয়ামীলীগের সম্পাদক অধ্যাপক মো. শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, দূর্নীতি প্রতিরোধ কমিটি ধামইরহাট শাখার সভাপতি হাবিবুর রহমান, সম্পাদক তাইমুর রহমান, সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সদস্য বীর মুক্তিযোদ্ধা ও প্রবীন সাংবাদিক মোজাম্মেল হক, যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদ্যু, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।