ধামইরহাটে সমাজসেবা দপ্তর কর্তৃক ক্যান্সার-কিডনীসহ ৬টি রোগে ১৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ

মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ৩:০২ অপরাহ্ন, ১৫ ডিসেম্বর ২০২১ | আপডেট: ৫:২২ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

নওগাঁর ধামইরহাটে জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক বরাদ্দকৃত ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের মাঝে ১৮ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। ১৫ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা দপ্তরের আয়োজনে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে ৩৬ জন রোগীকে ৫০ হাজার টাকা করে একককালীন আর্থিক অনুদানের চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, সহকারী কমিশনার (ভূমি) সিব্বির আহমেদ, সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার শাপলা খাতুন, ওসি কেএম রাকিবুল হুদা, উপজেলা শিক্ষা অফিসার আজমল হোসেন, ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম,  মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, সমাজসেবা দপ্তরের ফিল্ড সুপারভাইজার রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম জানান, ‘২০১৩-১৪ অর্থ বছরে উপরোক্ত ৬টি রোগের ৫৬১ জনের মাঝে আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে কর্মসূচি হিসেবে এটি চালু হয়েছিল যা বর্তমান চলতি বছরে ৩০ হাজার রোগী সেবার আওতায় আর্থিক সহায়তা পেয়েছেন, দেশের সকল উপজেলায় আক্রান্ত রোগীরা যে কোন সময় আবেদন করতে পারবেন।’#