ধামইরহাটে র‌্যাবের অভিযানে ৪৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৮ পূর্বাহ্ন, ২২ জানুয়ারী ২০২২ | আপডেট: ১২:৪৮ পূর্বাহ্ন, ২২ জানুয়ারী ২০২২

নওগাঁর ধামইরহাটে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর অভিযানে ৪৬০ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

সূত্র জানায়, জয়পুরহাট র‌্যাবের ক্রাইম প্রিভেনশন কোম্পানী (সিপিসি-৩) এর ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায় অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে ২০ জানুয়ারি দুপুরে দেড় টায় উপজেলার ইসবপুর ইউনিয়নের  মানুষ সুন্দরী বাজারে অভিযান পরিচালনা করে ৪৬০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী  ধুরইল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মেহেদী হাসান (২০) কে হাতেনাতে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত ধৃত আসামী  দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে জানায়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নওগাঁ জেলার ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে দায়েরকৃত মামলা ২১ জানুয়ারী সকালে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।