ধামইরহাটে পল্লী সমাজের উদ্যোগে পুরুষ ও যুবকদের নিয়ে কনসালটেশন অনুষ্ঠিত

মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ন, ২৫ জানুয়ারী ২০২২ | আপডেট: ৫:১৯ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

নওগাঁর ধামইরহাটে পুরুষ ও যুবকদের নিয়ে ম্যান এ্যান্ড বয়েজ কনসালটেশন অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায়  ২৫ জানুয়ারী বেলা ১১ টায় উপজেলার ইসবপুর ইউনিয়নের ২৭ নম্বর চানপুর ব্র্যাক পল্লী সমাজের উদ্যোগে পুরুষ ও যুবকদের সম্পৃক্ত করে কর্মসুচি এলাকার ১৪ জন সদস্যদের নিয়ে এ কনসালটেশন অনুষ্ঠিত হয়। নারীর প্রতি সহিংষতা প্রতিরোধ, পরিবারের দৈনন্দিন কাজে সিদ্ধান্ত গ্রহনের ক্ষেত্রে নারীর অংশ গ্রহণ  বৃদ্ধি, পরিবারের সম্পদ ব্যবস্থাপনায় নারীদের যুক্তকরণ এবং বড় ধরনের কেনা কাটায় নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করায় এ কনসালটেশনের উদ্দেশ্য।

উক্ত কনসালটেশনে অ্যাসোসিয়েট অফিসার পিয়ারা খাতুনের সার্বিক সহযোগিতায় আরও উপস্থিত ছিলেন, পল্লী সমাজের সভাপ্রধান আকলিমা বেগম, সদস্য  শহিদুল ইসলাম, আবু হানিফ, ফেরদৌস, আলাল প্রমুখ।