নওগাঁয় ডিবি ও এনএসআই’র যৌথ অভিযানে ৫০ কোটি টাকা মুল্যের কষ্টি পাথরের মূর্তিসহ আটক-২

মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ন, ২৬ জানুয়ারী ২০২২ | আপডেট: ৭:২৫ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ১০০ কেজি ওজনের ১টি কষ্টি পাথরের মূর্তিসহ পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ ও জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসআই। মঙ্গলবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার কোমাইগাড়ি এলাকার অবসর প্রাপ্ত পুলিশ সদস্য আব্দুস সালামের বাড়ির ছাদ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫০ কোটি টাকা। আটককৃতরা হলেন, কোমাইগাড়ি এলাকার অবসর প্রাপ্ত পুলিশ সদস্য আব্দুস সালাম ছেলে মমিনুল ইসলাম মিলন (৩৮) ও মিরাজুল ইসলাম (২৮)।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম সামসুদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ বিশেষ গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ও এনএনআই এর যৌথ অভিযানে কোমাইগাড়ি এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুস সালামের বাড়িতে ঝটিকা অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ির ছাদ থেকে পাচারকারী চক্রের ওই দুই সদস্যনহ ১০০ কেজি ওজনের ১টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।