ধামইরহাটে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ন, ১৭ মার্চ ২০২২ | আপডেট: ৪:৩৩ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
 ধামইরহাটে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৭ মার্চ সুর্যোদ্বয়ের সাথে সাথে সকল সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন সকাল সাড়ে ৯ টায় বর্ণাঢ্য র‌্যালী উপজেলা চত্বর থেকে নিমতলী মোড় হয়ে আমাইতাড়া বাজার এলাকা প্রদক্ষিণ করে স্মৃতিসৌধ প্রাঙ্গনে আলোচনা সভায় মিলিত হয়। ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি।     অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, সহকারী কমিশনার (ভূমি) সিব্বির আহমেদ, অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, পৌর মেয়র আমিনুর রহমান, ওসি মোজাম্মেল হক কাজী, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইন, সঞ্চালক কাউন্সিলর মেহেদী হাসান প্রমুখ। পরে মুজিব উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার স্টল পরিদর্শণ করেন প্রধান অতিথি সাংসদ শহীদুজ্জামান সরকার। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আগামী ২৩ মার্চ পর্যন্ত এ মেলা চলবে।