ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় শিশু দিবস উপলক্ষে উন্নত মানের খাবার পরিবেশন- রোগীদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময়

মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ন, ১৭ মার্চ ২০২২ | আপডেট: ৫:৫৯ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে হাসপাতালের ৪৪ জন রোগীর মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়েছে। ১৭ মার্চ দুপুরের খাবারে বিরিয়ানী, খাসি-মূরগী, মাছ,ডিম-ডাল মিস্টি ও সালাদসহ উন্নত মানের খাবারের সাথে ৪৪ জন রোগীদের ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়। এ সময় খাবার পরিবেশনে সহযোগিতা করেন মেডিকেল অফিসার ডা. মো. সামিউল হাসান, ডা. মোসা. খাতিজা, ডা. মো. নিয়াজ, নার্স ইনচার্জ রুপভান নেছা, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক সুফল চন্দ্র বর্মন প্রমুখ।
জাতির পিতার জন্মদিনে এমন মুখরোচক ও মান সম্মত খাবার পেয়ে হাসপাতালে ভর্তি রোগী সাবিহা ইয়াসমিন ও পুরুষ ওয়ার্ডের রোগী মানিক বলেন, ‘যার (বঙ্গবন্ধুর)জন্মদিন উপলক্ষে এই উন্নত খাবার প্রদান, আজকের দিনে তার রুহের মাগফেরাত কামনা করছি।’