ধামইরহাটে উমার ইউনিয়নে ভর্তূকিমুল্যে টিসিবির পন্য বিক্রয়ের উদ্বোধন

মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ন, ২০ মার্চ ২০২২ | আপডেট: ৭:২৫ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে দেশব্যাপী একযোগে টিসিবির পন্য বিক্রয়ের উদ্বোধন করা হয়েছে। ২০ মার্চ উমার ইউনিয়ন পরিষদে ১ হাজার ৫১ জন নি¤œ আয়ের মানুষের হাতে ২ কেজি করে সয়াবিন তেল, মসুর ডাল ও চিনি প্রদান করে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী। অনুষ্ঠানে স্বল্পমুল্যে খাদ্যপন্য পেয়ে উপকারভোগীগণ হাসিমুখে পন্য ক্রয় করেন। উমার ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকারের সভাপতিত্বে টিসিবির পন্য বিক্রয়কাজে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়, পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল গনি, সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, সহকারী যুব উন্নয়ণ কর্মকর্তা রবিউল ইসলাম, প্যানেল চেয়ারম্যান আবু জাফর, ইউপি সদস্য ফাতেমাতুজ জহুরা প্রমুখ।