ধামইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ন, ২৬ মার্চ ২০২২ | আপডেট: ৩:০৫ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২৬ মার্চ প্রত্যুষে ৩১ বার তোপধ্বনী শেষে স্মৃতিবেদিমুলে পুষ্পমাল্য অর্পন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি’র পক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান আজাহার আলী ও ইউএনও গনপতি রায়। পরে উপজেলা পরিষদ, প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, বাংলাদেশ পুলিশ, বীর মুক্তিযোদ্ধা, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, উপজেলা প্রেস ক্লাব, জাতীয় পার্টি, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পমাল্য অর্পন করেন। সকাল ৮ টায় সরকারি এম এম কলেজ মাঝে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, সভাপতি ইউএনও গনপতি রায় ও ওসি মোজাম্মেল হক কাজী। পরে কুচকাওয়াজ ও মুক্তিযুদ্ধ ভিত্তিক ডিসেপ্ল অনুষ্ঠিত হয়। দুপুর সাড়ে ১২ টায় বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানের আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদু, সম্পাদক ও ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা এক্কা, পৌর মেয়র আমিনুর রহমান, জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, অফির উদ্দিন প্রমুখ । বিকেলে কলেজ মাঠে প্রীতি ফুটবল খেলা ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।