ধামইরহাটে তানিয়া ডেন্টালে উদ্বোধন হলো ডিজিটাল ইউনিট

মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ন, ০১ এপ্রিল ২০২২ | আপডেট: ৫:৪৫ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে আধুনিক ও মান সম্মত দন্ত চিকিৎসা সেবা নিয়ে নতুনরুপে তানিয়া ডেন্টালের উদ্বোধন করা হয়েছে। ১ এপ্রিল বিকেল ৫ টায় ধামইরহাট পূর্ব বাজারে তানিয়া ডেন্টালের জিডিটাল ইউনিট উদ্বোধন করেন ধামইরহাট উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি ও সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক মো. শহীদুল ইসলাম। এ সময় ধামইরহাট উপজেলার স্বনামধন্য মেডিকেল অফিসার ফেমিলি ফিজিশিয়ান ডা. গোবিন্দ মোহন সাহা, ধামইরহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মো. রুহুল আমিন,  ফারিয়া সভাপতি ফরিদুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী মনোজ কুমার সাহা, সাংবাদিক হারুন আল রশীদ প্রমুখ উপস্থিত র্ছিলেন।
দন্ত চিকিৎসক  ডেন্টিস্ট মো. রফিকুল ইসলাম জানান,  ডিজিটাল ই্উনিটে উন্নত মানের আধুনিক যন্ত্রপাতি দ্বারা দাত তোলা, বাধানো, স্কেলিং, রুট ক্যানেল সহ যাবতীয় দাতের চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং গরীব ও অসহায় রোগীদের নিয়মিত ভাবে বিশেষ সুবিধা প্রদান করা হয়ে থাকে।