ভ‍র্তূকিমুল্যে টিসিবির পন্য পেল ধামইরহাট পৌরসভার ২ হাজার ২৩৬ পরিবার

মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ন, ০৪ এপ্রিল ২০২২ | আপডেট: ৪:৫৫ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

ধামইরহাট( নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে নিম্ন আয়ের মানুষের নিকট সরকারের ভর্তূকিমুল্যে (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) টিসিবি’র পন্য পেল ধামইরহাট পৌরসভার ২ হাজারের অধিক পরিবার। স্থানীয় ভাবে ডিলারের মাধ্যমে ও উপজেলা প্রশাসন কর্তৃক ফ্যামিলি কার্ডের মাধ্যমে সঠিক ভোক্তাদের নিকট স্বল্পমুল্যে ধামইরহাট পৌরসভার ২ হাজার ২৩৬ টি পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।  ৩ ও ৪ এপ্রিল ধামইরহাট সরকারি এম এম কলেজ মাঠে এবং চকময়রামে কার্ডধারী সুবিধাভোগী অসহায় ও নিম্ন আয়ের প্রত্যেক পরিবার প্রধানকে ২ কেজি  করে সয়াবিন তেল, চিনি-মসুরডাল প্রদান করা হয়। এ সময় পৌরসভার প্যানেল মেয়র মুক্তাদিরুল হক মুক্তা, ভারপ্রাপ্ত উপজেলা সমাজসেবা অফিসার এ টি এম ফসিউল আলম, কাউন্সিলর একরামুল হক, ডিলার জাহিদ হাসান ও মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, ধামইরহাট উপজেলায় পৌরসভাসহ ৮টি ইউনিয়নে ১০ হাজার ৭৩৪ জন ভোক্তাদের মাঝে টিসিবির পন্য বিক্রয় করা হবে।  
ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় বলেন, ‘রমজানে দ্রব্যমুল্য নিয়ন্ত্রনে সরকারীভাবে ভর্তূকিমুল্যে টিসিবির পন্য বিক্রয় করার পাশাপাশি বাজার নিয়ন্ত্রনে নিয়মিতভাবে বাজার মনিটরিং করা হচ্ছে, এবং ভোক্তা অধিকার নিশ্চিতে মোবাইল কোর্ট অব্যাহত রয়েছে।