ধামইরহাটে প্রতিপক্ষের শত্রুতার বিষে পুড়ল কৃষক মেহেদীর জমির ধান

মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ন, ২০ এপ্রিল ২০২২ | আপডেট: ৬:২৪ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে প্রতিপক্ষের শত্রুতার স্বীকার হয়েছেন কৃষক মেহেদী হাসান। রাতের আধারে ক্ষতিকারক কীটনাষক স্প্রে করায় ১বিঘা জমির সম্পুর্ণ ধান বিবর্ণ হয়ে গেছে। এই ঘটনায় কৃষক মেহেদী হাসান বাদী হয়ে ধামইরহাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তাৎক্ষনিক ভাবে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
থানার অভিযোগ সূত্রে ও সরেজমিন জানা গেছে, উপজেলার ধুরইল সরদারপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে মেহেদী হাসানের বাড়ীর সামনে ধুরইল মৌজার ২১২০ দাগে ৩৩ শতাংশ জমিতে ধান রোপন করেন। ওই জমিতে প্রতিপক্ষ আসিফ ইকবাল গং ১৮ এপ্রিল রাত সাড়ে ১০ টার দিকে ক্ষতিকারক কীটনাশক স্প্রে করতে থাকে। এ সময় শোরগোল শুনে মেহেদী হাসান ঘটনাস্থলে এগিয়ে আসলে তাকে বিবাদীরা ধাওয়া করে জমিতে কীটনাশক স্প্রে করে প্রতিপক্ষরা চম্পট দেয়। এতে জমির সমস্ত ধান বিবর্ণ হয়ে যায় এবং জমি মালিকের ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে এবং ইতিপূর্বে বিবাদীরা এইরুপ ঘটনা ঘটিয়েছে বলে দাবী করেন। এ বিষয়ে অভিযুক্ত আসিফ ইকবাল বলেন, ‘মেহেদী হাসানই আমাদের জমি দখল করে ধান লাগিয়েছে, আমরা কারও জমিতে বিষ দিতে যাইনি।
স্থানীয় প্রবীন এলাকাবাসী সামসুদ্দীনের ছেলে হারুন অর রশীদ বলেন, ‘জমিটি আমাদের শরীকের আর,এস রেকর্ডীয় আমরা সকলেই মিলে জমিটি মেহেদী হাসানকে ধান রোপন করতে দিয়েছি এবং বিবাদমান জমিটি বিবাদীর দাদা জামাল শেখ ধুরইল বিল এলাকার একটি জমির সাথে এই জমি বিনিময় করেছেন।’
ধামইরহাট থানার ওসি মো. মোজাম্মেল হক কাজী বলেন, ‘বাদী-বিবাদী উভয় পক্ষের পাল্টা-পাল্টি অভিযোগ পাওয়ায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’