ধামইরহাটে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্বোধন, পাবেন ২০ হাজারের অধিক শিশু

মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১১:২২ অপরাহ্ন, ১৫ জুন ২০২২ | আপডেট: ৯:২২ পূর্বাহ্ন, ১৬ জুন ২০২২

নওগাঁর ধামইরহাটে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্বোধন করা হয়েছে। ১৫ জুন সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ায়েএই ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। স্বাস্থ্য প্রশাসক ডা. স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবেউপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়, আবাসিক মেডিকেল অফিসার ডা. জহুরুল ইসলাম, পল্লী উন্নয়ন অফিসার রামানন্দ সরকার, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক আব্দুর রাজ্জাক, টিএলসিএ আবুল হোসেন, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, সাংবাদিক ও কাউন্সিলর আমজাদ হোসেন, সুফল চন্দ্র বর্মনসহ নার্সগণ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. স্বপন কুমার বিশ্বাস জানান, ‘৬ মাস থেকে ১১ মাস বয়স পর্যন্তু ২ হাজার ১৮৩ জন শিশু ও ১২ মাস- ৫৯ মাস বয়সি ১৮ হাজার ৯৮ জন শিশুকে উপজেলার ১৯৩ টি কেন্দ্রে খাওয়ানো হবে। আগামী ১৯ জুন পর্যন্ত  এ কার্যক্রম চলবে।