ধামইরহাটে উপ-নির্বাচনে ইউপি সদস্য নির্বাচিত হলেন রাজীব হোসেন

মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ৭:১২ অপরাহ্ন, ০২ নভেম্বর ২০২২ | আপডেট: ৪:১২ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

নওগাঁর ধামইরহাটে ১নং ধামইরহাট ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের উপ-নির্বাচনে ইউপি সদস্য নির্বাচিত হলেন রাজীব হোসেন। ২ নভেম্বর সকাল ৮ টায় কালুপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ ভোট শুরু হয়ে চলে একটানা বিকেল ৪ টা পর্যন্ত। ১ হাজার ৭৩৭ জন ভোটারের মধ্যে ১ হাজার ৫১৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটের ফলাফলে ৭৮৮ ভোট পেয়ে রাজিব হোসেন (তালা) বেসরকারী ভাবে ইউপি সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী আক্কাস আলী (ফুটবল) পেয়েছেন ৬৯৮ ভোট ও অপর প্রার্থী হায়দার আলী পেয়েছেন ৩২ ভোট। নির্বাচনে প্রিজাইটিং অফিসার ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার ফলাফল নিশ্চিত করে জানান, অত্যন্ত সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
নির্বাচনে নিরাপত্তায় নিয়োজিত ছিলেন থানার সেকেন্ড অফিসার এস.আই শাহজাহান আলী, এ.এস আই মাসুদ রানা, ৬ সহ সহকারী প্রিজাইটিং, ১২ জন পোলিং, প্রয়োজনীয় সংখ্যক আনসার সদস্য। নির্বাচনে প্রশাসানিক দায়িত্ব পালন করে সুষ্ঠু নির্বাচন উপহার দেন অতিরিক্ত পুলিশ সুপার আফতাব উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. আরিফুল ইসলাম, পত্নীতলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. আজিজুল কবির, ওসি মোজাম্মেল হক কাজী, উপজেলাা নির্বাচন অফিসার সাজ্জাদ হোসেন ও যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার।