ধামইরহাটে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২২ | আপডেট: ৪:১১ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

নওগাঁর ধামইরহাটে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে। ১০ নভেম্বর সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ও ইউএনও মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী। পরে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন তিনি। মেলায় উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা দপ্তর, কৃষি বিভাগ, সমাজসেবা দপ্তর, মহিলা বিষয়ক, চকময়রাম সরকারী মডেল, সফিয়া পাইলট ও বালিকা উচ্চ বিদ্যালয়ের সমন্বিত মাধ্যমিক বিদ্যালয় স্টল, যুব উন্নয়ন, ভূমি অফিস, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান স্টল দিয়ে সরকারের বিভিন্ন ডিজিটাল সেবার সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন। পরিদর্শনে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, গোলাম কিবরিয়া, কৃষি অফিসার তৌফিক আল জুবায়ের, মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ, সমাজসেবা অফিসার সোহেল রানা, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, প্রধান এস এম খেলাল ই রব্বানী, আব্দুর রহমান সাবু, মোছা. সাবিহা ইয়াসমিন প্রমুখসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।