ধামইরহাটে সাবেক উপজেলা চেয়ারম্যান মঈন উদ্দিনের জানাযায় মানুষের ঢল

নওগাঁ প্রতিনিধি
নওগাঁ প্রতিনিধি নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ন, ১৭ নভেম্বর ২০২২ | আপডেট: ২:৪৯ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

নওগাঁর ধামইরহাটে সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মঈন উদ্দিন আর নেই ইন্নালিল্লাহে... রাজেউন মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬৩) বছর পরিবারিক সূত্র জানায়, ১৬ নভেম্বর রাতে প্রতিবেশী আব্দুর রহিমের মেয়ের বিয়ের দাওয়াত খেয়ে মধ্যরাতে বাড়ি ফিরেন সাবেক উপজেলা চেয়ারম্যান উত্তর চকযদু গ্রামের মৃত আব্দুর রহিমের একমাত্র সন্তান মঈন উদ্দিন ১৭ নভেম্বর ভোররাতে বুকে ব্যথা অনুভব করায় তাকে ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পরে শেষ নিশ্বাস ত্যাগ করেন ধারনা করা হচ্ছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়েই তার এই অকাল মৃত্যু বৃহস্পতিবার বাদ আছর সরকারি এম এম কলেজ মাঠে জানাযা শেষে নিজ গ্রামেই তার দাফন সম্পন্ন করা হয়। জানাযায় দুপুরের পর থেকে কলেজ মাঠে জড়ো হয় তার ভক্ত অনুরাগী ও শুভাকাঙ্গিরা, বিকেলের মধ্যে হাজার হাজার মানুষের ঢলে কানায় কানায় সরকারি কলেজ মাঠ পরিপূর্ন হয়।  বর্ণাঢ্য জীবনের অধিকারী মৃত মঈন উদ্দিন ১৯৯০ সালে ১ম বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে ২৫ মে তারিখে দায়িত্বভার গ্রহণ করে মাত্র দেড় বছরের দায়িত্বপালন কালে তৎকালীন বিএনপি সরকার উপজেলা পরিষদ বিলুপ্ত করলে ১৯৯১ সালের ২২ নভেম্বর তিনি উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালনের শেষ কর্মদিবস অতিক্রমকরেন পরবর্তীতে ২০০৯ সালে বাংলাদেশ আওয়ামীলীগ সরকার উপজেলা পরিষদ পুনরায় চালু করলে ২০১৪ সালে ২য় বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে ওই বছরের ২৮ এপ্রিল পুনরায় উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করে পূর্ণ মেয়াদ শেষ করেন এছাড়াও রাজনৈতিক ভাবে তিনি জামায়াতের নওগাঁ জেলার পশ্চিম জেলা আমির হিসেবে দায়িত্ব পালন করছিলেন ধামইরহাট বাজার বণিক সমিতির একাধিক বারের সভাপতি পরবর্তীতে উপদেষ্টার দায়িত্বও পালন করেন তিনি আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নওগাঁ- আসনে সংসদ সদস্য পদে নির্বাচন করারও গুঞ্জনও শোনা যাচ্ছিল জোরে শোরে নিয়ে তিনি ইচ্ছাপোষন করে পত্রিকায় প্রচারনাও চালিয়ে যাচ্ছিলেন, দৈনিক সাতমাথা পত্রিকার ধামইরহাট উপজেলার প্রতিবেদকও ছিলেন তিনি মৃত্যুকালে জনপ্রিয় এই রাজনৈতিক ব্যক্তি তার বয়বৃদ্ধ মা, স্ত্রী পুত্র কন্যা সহ অসংখ্যা গুনগ্রাহী রেখে যান তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে