চট্টগ্রামে এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালকের উপর হামলার প্রতিবাদে ধামইরহাটে এলজিইডির কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ন, ৩০ জানুয়ারী ২০২৩ | আপডেট: ৫:৫৮ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাটে এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রকল্প পরিচালক মো. গোলাম ইয়াজদানীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ৩০ জানুয়ারী সোমবার বিকেল ৩ টায় উপজেলা পরিষদ চত্বরে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন পালিত হয়। অবৈধভাবে কাজ না দেওয়ায় এই হামলা বলে জানান মানব বন্ধনকারীরা।
মানববন্ধনে এলজিইডির ধামইরহাট উপজেলা প্রকৌশলী মো. সুমন মাহমুদ বলেন, গত ২৯ জানুয়ারী বিকেলে নগরের টাইগারপাসে চট্টগ্রাম সিটি করপোরেশনের অস্থায়ী কার্যালয় ভবনের চারতলায় প্রকল্প পরিচালক ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. গোলাম ইয়াজদানী নিজ কক্ষে সরকারী দায়িত্ব পালনকালে সন্ত্রাসী সাহাবুদ্দিনের নেতৃত্বে প্রায় ২০-২৫ জন ঠিকাদার অতর্কিতভাবে হামলা এবং শারীরিক ভাবে লাঞ্চিত করেন। আমরা সারা দেশের ন্যায় ধামইরহাট উপজেলা এলজিইডির সকল কর্মকর্তা ও কর্মচারী হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি ও ঘটনার সাথে জড়িতদের ঠিকাদারদের লাইসেন্স বাতিল সহ আজীবন কালো তালিকাভুক্তদাবী জানাচ্ছি।’
মানববন্ধন কর্মসূচিতে উপজেলার এলইজিইডির সকল কর্মচারী ও হামলার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন শ্রেনির পেশার লোকজন মানববন্ধনে অংশগ্রহণ করেন।