ধামইরহাটে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা পর্যায়ে সেবা প্রদানকারীদের সাথে অংশগ্রহণমুলক নীতি সংলাপ অনুষ্ঠিত

মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ন, ১৪ মার্চ ২০২৩ | আপডেট: ৪:৩৪ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

নওগাঁর ধামইরহাটে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা পর্যায়ে সেবা প্রদানকারীদের সাথে অংশগ্রহণমুলক নীতি সংলাপ অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে হেকস/ইপারের সহযোগিতায় রিভাইভ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম। উপজেলার বিভিন্ন এলাকার আদিবাসীদের বিভিন্ন বিষয়ে সমস্যা ও প্রতিকার বিষয়ে সংলাপ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মিজানুর রহমান, ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এ টি এম ফসিউল আলম, ধামইরহাট ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, আড়ানগর ইউপি চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন, উমার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবু জাফর, ডাসকো ফাউন্ডেশনের উপজেলা কর্মকর্তা রওনক লায়লা, ডাসকো ফাউন্ডেশনের রাসেল হোসেন প্রমুখ।