ধামইরহাটে বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা

মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ন, ২২ মার্চ ২০২৩ | আপডেট: ৪:৩৫ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

নওগাঁর ধামইরহাটে ‘ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়’এর এসএসসি পরীক্ষার্থী ও বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-পুরুস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠানে ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২২ মার্চ সকাল ১০ টায় বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও পৌর মেয়র মো. আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ,  একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিহা ইয়াছমিন, প্যানেল মেয়র মেহেদী হাসান, কাউন্সিলর আলতাব হোসেন, একরামুল হক, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক এম এ মালেক প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২০২২ সালে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও ১৩টি ইভেন্টে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ এবং বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ৩ জন শিক্ষককে বিদায় সংবর্ধণা প্রদান করা হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।