ধামইরহাটে সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত

মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ন, ২৩ মার্চ ২০২৩ | আপডেট: ৭:২৪ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

নওগাঁর ধামইরহাটে ‘সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়’এর এসএসসি পরীক্ষার্র্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৩ মার্চ সকাল ১০ টায় বিদায়ী শিক্ষার্থীদের আয়োজনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. সানাউল ইসলামের সভাপতিত্বে বিদ্যালয় মাঠে বিদায় ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। এ সময় উপজেলা চেয়ারম্যান আজাহার আলী বিদায়ী ২২৪ জন এসএসসি পরীক্ষার্থীদের দেশ ও জাতির কল্যাণে বিদায়ীশপথ বাক্য পাঠ করান এবং তাদের শিক্ষা উপকরণ প্রদান করেন। এছাড়াও নবীন ২১০ জন ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের গোলাপ ফুলের শুভেচ্ছা বিনিময়ে মাধ্যমে বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রধান শিক্ষক আব্দুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী, পৌরসভার প্যানেল মেয়র মুক্তাদিরুর হক, ম্যানেজিং কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম, মেহেদী হাসান, বাজার বণিক সমিতির সম্পাদক বেলাল হোসেন, সিনিয়র সাংবাদিক এম এ মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।