গোবিন্দগঞ্জে সেফটি ট্যাঙ্কে পরে একজনের মৃত্যু

আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি
আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ন, ০৪ জুলাই ২০২১ | আপডেট: ৫:৪৯ অপরাহ্ন, ০৪ জুলাই ২০২১

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সেফটি ট্যাঙ্কের সাটারিং খোলার সময় শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পানিতে ডুবে একজনের মৃত্যু হয়েছে। রবিবার (৪ জুলাই) সকাল সাড়ে ১০টার পর উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সদু মিয়া (৩৬), একই ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের আঃ কদ্দুস এর ছেলে।

স্থানীয়রা জানান, হরিরামপুর ইউনিয়নের হরিপুর গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে রামপুরা উচ্চ বিদ্যালয়ের সহকারী  শিক্ষক সাখাওয়াতজ্জামানের বাড়িতে ল্যাট্রিনের সেফটি ট্যাঙ্ক নির্মাণ কাজ চলছিল। কয়েকদিন আগে এর ছাদ ঢালাই করা হয়। ঢালাই কাজের সাটারিংয়ের বাঁশ-কাঠ খোলার জন্য আজ সকালে কাজ শুরু করে সদু ও আরও একজন শ্রমিক।

গত কয়েকদিনের টানা বর্ষায় ওই ট্যাঙ্কটি পানিতে ভরে যায়। পানির মধ্যে নেমে কাজ করার সময় শ্বাসকষ্টে সদু মিয়া অসুস্থ হলে সেখানে ডুবে মারা যায়। অপরজন উপরে উঠে এসে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসে। পরে তারা গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফ আনোয়ার জানান, সেপটিক ট্যাংকের কাজের জন্য রাজমিস্ত্রি সদু ট্যাংকের নিচে নামে। কিন্তু ট্যাংকে গ্যাসের সৃষ্টি হওয়ায় সেখানেই তাঁর মৃত্যু হয়।