খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফ'র ৪সদস্য আটক

পার্বত্যাঞ্চল প্রতিনিধিঃ
পার্বত্যাঞ্চল প্রতিনিধিঃ পার্বত্যাঞ্চল প্রতিনিধিঃ
প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ন, ০৯ জুলাই ২০২১ | আপডেট: ১২:৫৯ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলার ছনখোলাপাড়া এলাকা হতে সেনাবাহিনীর এক অভিযানে ২টি এলজি, ৫টি চাঁদা আদায় বই, ৫টি চাঁদা রশিদ, ২টি মানিবেগ,২টি বেগ, ০৬টি মোবাইল সেট, নগদ ৩৭৮৫টাকাসহ ইউপিডিএফ(মূল) দলের ৪জনকে আটক করা হয়েছে।

শুক্রবার(৯ জুলাই) ভোররাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিন্দুকছড়ি জোন হতে একটি টহল দল ছনখোলাপাড়ায় অভিযান পরিচালনা করে অস্ত্রসহ ৪জনকে আটক করে। 

আটককৃত ইউপিডিএফ(মূল) দলের সন্ত্রাাসীরা হলো-দুর্জয় চাকমা(৩২), পিতা-বাগরা কুমার চাকমা, মনাদংপাড়া, গচ্ছাবিল, অংথই মারমা(২২), পিতা অমিও মারমা, কংচাই মারমা(১৯), পিতা মৃত সাথই মারমা, চাইলা মারমা(১৯), পিতা লাব্রেচাই মারমা,সকলেই মানিকছড়ির রিমাপাড়ার বাসিন্দা। 

আটকদের অস্ত্র এবং জব্দকৃত সরঞ্জামাদিসহ গুইমারা থানায় হস্তান্তর করা হয়। 

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিজানুর রহমান জানান, আটককৃত দুর্জয় চাকমার বিরুদ্ধে রামগড় থানায় অবৈধ অস্ত্র এবং হত্যার অভিযোগে দুটি হত্যা মামলা রয়েছে।