কোরবানির জন্য প্রস্তুত পীরগাছার বাংলার হিরো

একরামুল ইসলাম, পীরগাছা (রংপুর) প্রতিনিধি
একরামুল ইসলাম, পীরগাছা (রংপুর) প্রতিনিধি একরামুল ইসলাম, পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ন, ১২ জুলাই ২০২১ | আপডেট: ১২:৩০ পূর্বাহ্ন, ১২ জুলাই ২০২১

রংপুরের পীরগাছায় আসন্ন কোরবানি ঈদের জন্য প্রস্তুত করা হয়েছে বাংলার হিরোকে।

উপজেলার অনন্তরাম (উচাপাড়া) রেলগেইট সংলগ্ন পীরগাছা বাজারের বিশিষ্ট গালামাল ব্যবসায়ী আমজাদ হোসেনের বাড়িতে দেখা যাবে এ বাংলার হিরোকে। গত আড়াই বছর থেকে লালন পালন করছেন আমজাদ হোসেন বাংলার  হিরোকে।

তার গায়ের রং-কালো, জাত-ফ্রিজিয়াম, ধরণ-ষাঁড়, ওজন ৬০০ কেজি, দুই দাঁত বিশিষ্ট এ গরু। গরুর মালিক আমজাদ হোসেন জানিয়েছেন গরুর দাম নির্ধারণ করা হবে আলোচনা সাপেক্ষে। গরুর মালিকের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করতে পারেন ০১৭৬৮-৮৮৪৫৯৪ এই নম্বরে।