ধামইরহাটে রাস্তা-ঘাটে ধুমপান করায় মোবাইল কোর্টে অর্থদন্ড

মো. আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
মো. আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি মো. আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ৭:২১ অপরাহ্ন, ১৪ জুলাই ২০২১ | আপডেট: ৭:২১ অপরাহ্ন, ১৪ জুলাই ২০২১

নওগাঁর ধামইরহাটে রাস্তা-ঘাটে ধুমপান করায় দায়ে এক যুবককে মোবাইল কোর্টের মুখোমুখি হতে হয়েছে। গুনতে হয়েছে অর্থদন্ড।
১৩ জুলাই দিনব্যাপী উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সিব্বির আহমেদ মাস্ক না পড়ায় ৩ জনের ৬৫০ টাকা জরিমানা করেন। মোবাইল কোর্ট পরিচালনা কালে যত্র যত্র ধুনপান করার দৃশ্য চোখে পড়লে পথচারী জনৈক যুবককে মোবাইল কোর্টের আওতান আনেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। প্রকাশ্য জন সম্মুখে ধুনপান করার অপরাধে ১শত টাকা জরিমানা অনাদায় ১ দিনের কারাদন্ডাদেশ প্রদান করা হয়। দন্ডপ্রাপ্ত যুবক ১শত টাকা দিয়ে সিগারেট আর খাবেনা মর্মে অঙ্গীকার করে বাড়ী ফিরে যান। এ সময় স্থানীয়রা প্রশাসনের এই কর্মকান্ডকে সাধুবাদ জানান এবং প্রকাশ্য ধুমপান বিরোধী অভিযান অব্যাহত রাখার আহবান জানান। এ সময় মোবাইল কোর্টের পেস কার মেহেদী হাসান, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেস ক্লাবের সম্পাদক মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।