ধামইরহাটে ২৮০ জন কর্মহীন মানুষের মাঝে ইউপি মেম্বারের আর্থিক সহায়তা প্রদান

মো. আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
মো. আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি মো. আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ন, ১৬ জুলাই ২০২১ | আপডেট: ৫:৩৮ অপরাহ্ন, ১৬ জুলাই ২০২১

নওগাঁর ধামইরহাটে প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে কর্মহীন মানুষের মাঝে ইউপি মেম্বার কর্র্তৃক আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

১৬ জুলাই বিকেল সাড়ে ৩ টায় হরিতকিডাঙ্গা বাজারে শ্রমিকলীগ কার্যালয়ে ১ নম্বর ধামইরহাট ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার (ইউপি সদস্য) ও উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনাজি ২৮০ জন কমর্হীন বয়স্ক ব্যাক্তির মাঝে প্রত্যেককে নগদ ১০০ টাকা করে মোট ২৮ হাজার টাকা বিতরণ করেন।

অর্থ বিতরনকালে উপস্থিত ছিলেন ১নং ধামইরহাট ইউনিয়ন আ'লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ তনছের আলী, ধামইরহাট উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মো. সহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক রাজু আহমেদ, আঞ্চলিক সভাপতি রেজুয়ান হোসেন, ধামইরহাট ইউনিয়নের ওয়ার্ড যুবলীগ সম্পাদক মনিরুজ্জামান মিঠুন, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন প্রমূখ।


ইউপি সদস্য আনোয়ার হোসেন আনাজি জানান, করোনা মহামারীতে মানুষ কর্মহীন খাদ্য সংকটে ভুগছেন, তাছাড়াও ঈদের আগে এমন আর্থিক সহযোগিতার জন্য অনেকের হাহাকার দেখেছি, বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসুরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন ক্ষুদ্রকর্মী হিসেবে তাঁর ডাকে সাড়া দিয়ে এই উদ্যোগে নিয়েছি, সমাজে যারা আরও বিত্তশালী আছেন, তাদেরকেও সহায়তার হাত বাড়িয়ে দিতে আহবান করছি।